সেমিফাইনালে যেতে হলে জয়ছাড়া কোন বিকল্প খোলা নেই শ্রীলংকার সামনে। অপরদিকে লংকানদের হারাতে পারলে গ্রুপ ১ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে ইংল্যান্ড। নিশ্চিতভাবেই দু’দলের জন্যই মহা গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে মহারণে মুখোমুখি ইংল্যান্ড এবং শ্রীলংকা। দিল্লির ফিরোজ শাহ কোহলায় মুখোমুখি হয়েছে এ দু’দল। এমন ম্যাচে টস জিতেছে অবশ্য শ্রীলংকাই। যদিও টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে।টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ বিপদে পড়েছে ইংল্যান্ড। দলীয় ৪ রানের মাথাতেই বিধ্বংসী ব্যাটসম্যান আলেক্স হেলসকে হারিয়েছে তারা। রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান তিনি। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৪.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৪। উইকেটে রয়েছেন জো রুট ১২ এবং জ্যাসন রয় ১১ রানে।শ্রীলংকাদিনেশ চান্ডিমাল, তিলকারত্নে দিলশান, মিলিন্দা সিরিবর্ধনে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, চামারা কাপুগেদারা, থিসারা পেরেরা, দাসুন সানাকা, দুষ্মন্তে চামিরা, রঙ্গনা হেরাথ, জেফ্রি ভেন্ডারসি।ইংল্যান্ডজ্যাসন রয়, আলেক্স হেলস, জো রুট, ইয়ন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস জর্দান, ডেভিড উইলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট।আইএইচএস/এমএস