সেমিফাইনালে যেতে পারবে শ্রীলংকা, নাকি আজই বিদায়! নির্ধারিত হয়ে যাবে কিছুক্ষণ পরই। কারণ, ইংল্যান্ডের করা ১৭২ রানের চ্যালেঞ্জ পার হতে পারলেই কেবল সেমির সম্ভাবনা টিকে থাকবে লংকানদের। আর হারলে তো বিদায় হবেই, সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডেরও। সে ক্ষেত্রে বিদায় ঘটবে দক্ষিণ আফ্রিকারও। ফলে দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকার শেষ ম্যাচটা পরিণত হবে স্রেফ আনুষ্ঠানিকতায়। টস হেরে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রানের বিশাল স্কোর গড়ে তোলে ইংল্যান্ড। জস বাটলার ৩৭ বলে ৬৬ রানের অপরাজিত এক ইনিংস খেলেন। ৪২ রান করেন জেসন রয়। শ্রীলংকার জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছিলেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে দিল্লির ফিরোজ শাহ কোটলার উইকেট দেখে তিনি সিদ্ধান্ত নিলেন ফিল্ডিংয়ের। ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য বিপদেই পড়েছিল ইংল্যান্ড। হারিয়েছিল আলেক্স হেলসের উইকেট। এরপরই জ্যাসন রয় আর জো রুটের ব্যাটে দারুনভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ২৪ বলে ২৫ রান করে যখন রুট আউট হন তখন দলের রান ৬৫। ৩৯ বলে ৪২ রান করেন জ্যাসন রয়। ৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কাও ছিল তার ব্যাটে। ৩৭ বলে বাটলারের খেলা অপরাজিত ৬৬ রানের ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি এবং ২টি ছক্কা। ১৬ বলে ২২ রান করে রানআউট হন ইয়ন মরগ্যান। ৬ রানে অপরাজিত থাকেন বেন স্টোকস। লংকান বোলারদের মধ্যে ২ উইকেট নেন ভ্যান্ডারসি। ১ উইকেট নেন রঙ্গনা হেরাথ। আইএইচএস/এমএস