জাতীয়

খিলগাঁও ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে উঠতে গিয়ে মোটর সাইকেল থেকে পড়ে আবু বক্কর জয় (২০) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটর সাইকেলে থাকা আরো দুজন। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসাবো ঢাল দিয়ে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে বলেও জানান নয়ন। আহত দুজন হলেন- আল জুবায়ের শুভ (২১) ও রেদওয়ান আহমেদ অর্ক (১৯)। নিহত জয় সবুজবাগ এলাকায় থাকতেন। তারা বাবার নাম আব্দুল কুদ্দুস। দুর্ঘটনার কবলে পড়ার পর তাদের তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এনএফ/এমএস