বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। বিতর্কে জর্জরিত শহিদ আফ্রিদির দল মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে সুপার টেন পর্বে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পরেই পাকিস্তান ক্রিকেটে গেল গেল রব উঠে যায়। অসিদের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় আফ্রিদিরা। ঘোর দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া পাকিস্তান ক্রিকেট দশ বছর পিছিয়ে রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন দেশটির ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম।জিও স্পোর্টসে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘আমাদের ক্রিকেটের ধরনকে আরো উন্নত করতে হবে। ক্রিকেটের বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রিকেটকে এগিয়ে নিতে হবে সেক্ষেত্রে আমরা দশ বছর পিছিয়ে রয়েছি অন্যান্য দলগুলোর থেকে।’পাকিস্তান ক্রিকেটের সাথে নিঃস্বার্থভাবে কাজ করার কথাও বলেন আকরাম। ‘আমি সব সময় পাকিস্তানকে সাহায্য করার চেষ্টা করেছি। আমি সাহায্য করার জন্য উদগ্রীব হয়ে আছি। কিন্তু কিছু মানুষ আছে যারা চায় না পাকিস্তান ক্রিকেট উন্নতি হোক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গেও আমি সৌজন্য সাক্ষাৎ করেছি এই ব্যপারে। তারা যা ভালো বুঝবেন সেটাই হবে।’আরআর/আইএইচএস/বিএ