চট্টগ্রামে ১৪ বছর পর আমিরুল ইসলাম ওরফে রাসেল নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার রাসেল চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উত্তর মাহমুদাবাদ এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানায়, ২০০৯ সালে ২৬ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে সীতাকুণ্ড থানায় মামলা হয়। ওই মামলার পর থেকে আত্মগোপনে চলে যায় রাসেল। পরে পুলিশ ওই মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৩ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।বৃহস্পতিবার (১২ অক্টোবর) দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড থানার উত্তর মাহমুদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি টিম।
ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস