মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামসর ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থী এবং তাদের সর্মথকদের মধ্যকার সংর্ঘষে দুই চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। শনিবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।সংর্ঘষে আওয়ামী লীগ প্রার্থী মো. ইদ্রিস ও বিএনপি প্রার্থী আলেক মিয়াসহ ৫ জন আহত হন। পরে গুরুতর আহত বিএনপি প্রার্থী এ্যাডভোকেট আলেক মিয়া ও তার সর্মথক আব্দুল কাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণা চালানোর সময় ধামসরের গালা বাজারে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে এই সংর্ঘষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে আওয়ামী লীগ প্রার্থী মো. ইদ্রিস ও বিএনপি প্রার্থী আলেক মিয়াসহ ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিএনপি প্রার্থী আলেক মিয়া ও তার সমর্থক আব্দুল কাদেরকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।খোরশেদ/এফএ/এমএস