যশোরে ইউপি নির্বাচনের প্রচারণাকালে পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার রাতে যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা ও লেবুতলা বাজারে এ বোমা হামলার ঘটনা ঘটে।যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের স্ত্রী নাসরিন সুলতানা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী প্রচারণা শেষে তিনি (মিলন) নেতাকর্মীদের নিয়ে শেখহাটি বাবলাতলা এলাকায় পৌঁছান। এরপর তিনি ওই এলাকার নির্বাচনী অফিসের সামনে অবস্থান নিয়ে মাইক্রোবাসের মধ্যে ইশার নামাজ আদায় করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাইক্রোবাস লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি বিস্ফোরিত হলে নৌকা প্রতীকের হাসানুজ্জামান টুটুল, মানিক, সোহাগ, হালিম ও মাহমুদুল হাসান আহত হন। আহতরা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে, ইউপি নির্বাচনের প্রচারণাকে ঘিরে শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার লেবুতলা বাজারে বোমা হামলায় ৫ জন আহত হয়েছেন। এ হামলার ঘটনায় পরস্পরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর কর্মী সমর্থকরা। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, লেবুতলা ইউনিয়নে শনিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আলিমুজ্জামান মিলন ও বিএনপি সমর্থিত প্রার্থী মোস্তফা মনোয়ার হ্যাপির কর্মী সমর্থকরা লেবুতলা বাজারে অবস্থান করছিলেন। এ সময় সেখানে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪/৫ জন আহত হন। ওসি আরও জানান, হামলার ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করছে। এ জন্য দু’পক্ষকেই থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এছাড়া উপশহর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম মিলনের গাড়ির পাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় আহতের বিষয়টি এখনও পুলিশ নিশ্চিত হতে পারেনি। পুলিশ কোনো অভিযোগও পায়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।মিলন রহমান/এফএ/এমএস