তিন লায়ন্সের প্রত্যাবর্তনের দিনে বার্লিন জয় করল ইংল্যান্ড। শনিবার বার্লিনে জার্মানির বিপক্ষে ৩-২ গোলে জয় পায় ইংল্যান্ড।নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে জার্মান। তবে গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। এ সময়ে গোল করে দলকে এগিয়ে নেন রিয়াল তারকা টনি ক্রস। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতি থেকে ফিরে আরও বেশি আক্রমনাত্মক হয়ে খেলতে থাকে দু`দল। তবে ৫৭ মিনিটে জার্মান স্ট্রাইকারের দেয়া পাস কাজে লাগিয়ে গোল করে ব্যবধান দিগুণ করেন মারিও গোমেজ। এরপরই ঘুরে দাড়ায় ইংল্যান্ড। চার মিনিটের ব্যবধানে দলের পক্ষে প্রথম গোলটি করেন টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেনি। ৭৫ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন জেমি ভার্ডে।এরপর ম্যাচটি ড্র এর সম্ভাবনা দেখা দিলেও এরিক ডায়ারের কল্যাণে তা আর হয়নি। জর্ডান হ্যান্ডারসনের কর্ণারে দারুন এক শর্টে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন তিনি। ফলে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। আরএ/এমআর/এমএস