ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগের আতশবাজিতে সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান পণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্রলীগের ফানুস ওড়ানো কর্মসূচিতে আতশবাজির কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।সাংস্কৃতিক জোট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুমতি নিয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করে সাংস্কৃতিক জোট। এর অংশ হিসেবে ২৫ মার্চ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন, শনিবার সকালে র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকেল পৌনে ৫টা থেকে শহীদ মিনার মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। উদীচী শিল্পীগোষ্ঠীর গীতি আলেখ্য এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আবৃত্তি অনুষ্ঠান শেষে সমকাল নাট্যচক্রের নাটক ‘হয়তো নয়তো’ চলছিল। কিন্তু ছাত্রলীগের আতশবাজির কারণে অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হয় বলে জোটের নেতাকর্মীরা অভিযোগ করেন।    এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তারা শনিবার সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। এরই অংশ হিসেবে সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার ৪৬ বছর উপলক্ষে ৪৬টি ফানুস ওড়ানোর কর্মসূচি ছিল।কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা অভিযোগ করেন, সমকাল নাট্যচক্রের ওই নাটক চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ মিনার চত্বরে আসেন। এরপর শহীদ মিনার মুক্তমঞ্চের পাশেই তারা ফানুস ওড়ানোর প্রস্তুতি নিতে থাকে। এরপরই হঠাৎ ফানুস ওড়ানোর পাশাপাশি আতশবাজি ও পকটা ফোটানো শুরু করে।সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক শিমুল অভিযোগ করে জাগো নিউজকে বলেন, পটকা ও আতশবাজির কারণে মুক্তমঞ্চের সামনে নাটক দেখতে থাকা দর্শকেরা আতঙ্কে সরে যান। বিকট শব্দে নাটকও চালানো যাচ্ছিল না। সেই পরিস্থিতিতে তারা নাটক বন্ধ করে দিতে বাধ্য হন তারা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু জাগো নিউজকে বলেন, ‘আমরা আমাদের কর্মসূচির জন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয় এবং পুলিশ প্রশাসনের কাছে থেকে অনুমতি নিয়েছিলাম।’ সাংস্কৃতিক জোটের সমন্বয় করার প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের অনুষ্ঠান শেষ করে আমাদের কর্মসূচি পালনের জন্য তারা বলেছিল কিন্তু আমাদের কর্মসূচি নির্ধারিত সময়ে ছিল। তাই সাতটার আগে-পরে করা সম্ভব হয়নি। আমরা ১৫ মিনিটের জন্য কর্মসূচি করেই চলে এসেছি।’ এতে ওই অনুষ্ঠানের কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসানের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।রাশেদ রিন্টু/এফএ/এমএস