এমএসসি ইন ক্যামিস্ট্রি প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সনদ প্রদান করেছে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। গত শুক্রবার বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।সনদ বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের একমাত্র প্রাইভেট ইউনিভার্সিটি যেখানে ক্যামিস্ট্রির মত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। এই সনদ আমাদের কর্মজীবনে সফলতায় সর্ব সহায়ক হবে এবং এর মাধ্যমে সমাজ অনেক উপকৃত হবে।তারা আরো বলেন, আমাদের উচ্চ শিক্ষা গ্রহণের প্রচন্ড ইচ্ছা থাকা সত্বেও সুযোগের অভাবে এতদিন বঞ্চিত ছিলাম। কিন্তু এফআইইউ এ সুযোগ করে দেয়ায় আমরা এবং আমাদের পরিবার সারাজীবন কৃতজ্ঞ।প্রধান অতিথি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে যা করনীয় তা করার আশ্বাস প্রদান করেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নেছার আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন এবং মো. আবদুল আজিজ। এছাড়া বিভিন্ন ফ্যাকাল্টির ডীন, বিভাগীয় প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তিআরএস/এমএস