দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্রসহ আট ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) রাতে বজরা ইউনিয়নের বারাহীনগরের পশ্চিমাংশের মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো. ইলিয়াছ হোসেন সোহাগ (৩৫), মো. রাশেদ (২৫), মো. সাদ্দাম (২৮), মো. তানিম (২২), আবদুর রহিম আরফান (২৪), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মো. সুমন (২৬), মো. খোকন (২২) ও ময়মনসিংহের ত্রিশাল একাকার মো. আল আমিন (২৭)।

তাদের কাছ থেকে দুটি পাইপগান, চার রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, দুটি কিরিচ, একটি হাতুড়ি, আটটি মোবাইল ফোন, পাঁচটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ডাকাতির প্রস্তুতির সংবাদে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম