দেশজুড়ে

৩০ কেজি হরিণের মাংসসহ দুই যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে ৩০ কেজি হরিণের মাংসসহ দুই যুবককে আটক করেছে বনবিভাগ। তারা হলেন শামীম শেখ (৩০) ও ইসমাইল (৩১)।

শনিবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন দাতিনাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। শামীম শেখ ও ইসমাইল দাতিনাখালী গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: জঙ্গলে পড়ে ছিল বন্যহাতির মরদেহ এ বিষয়ে বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা এবি এম হাবিবুল ইসলাম জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাদের আটক করা হয়। তাদের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনে আটক রাখা হয়েছে। রোববার সকালে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দিয়ে তাদের সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

আহসানুর রহমান রাজীব/জেএস/এএসএম