কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মিছবাহ উদ্দিন আহমদের (আবুল মিয়া) স্ত্রী ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের মা জরিনা আক্তার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
রোববার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জরিনা আক্তার বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলাল উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার বাদ আসর হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এসকে রাসেল/জেএস/এএসএম