ময়মনসিংহ

আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৪ অক্টোবর ২০২৩

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটেছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বরে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে শুরু হয় সমাবেশ। এতে শহর ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেয়।

এসময় মঞ্চের সামনে সারি করে রাখা চেয়ারে বসাকে কেন্দ্র করে ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

আরও পড়ুন: আওয়ামী লীগের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি-ভাঙচুর

পরে সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পীযুষ কান্তি সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক গোলাম সরোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

আওয়ামী লীগের শান্তি সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম জাগো নিউজকে বলেন, তেমন কিছু হয়নি। পিছনে কিছু ছেলে একটু ঝামেলা করেছে। তবে তাৎক্ষণিক বিষয়টি সমাধান হয়ে গেছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, চেয়ারে বসাকে কেন্দ্র করে হট্টগোল ও চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।