চট্টগ্রামে আগুনে পুড়ে মানিক নাথ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার ভোররাত ৪টায় হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিগারেট থেকে রাতে মেখল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শান্তি নাথের ছেলে মানিকের ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে পুরো ঘর ভস্মিভূত হয়। এ সময় মানিকসহ অন্যরা ঘুমিয়ে থাকায় ঘর থেকে বের হতে দেরি হয়। আগুনে মানিকের শরীরের বেশীরভাগ দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই পঙ্কজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। জীবন মুছা/এমএমজেড/এমএস