রাজবাড়ী জেলা কারাগারের হাজতি রাবেল শেখ ওরফে রাসেল (২৯) নামের এক যুবক ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৌখিকভাবে ওই হাজতির মৃত্যুর বিষয়টি শুনেছি। এখনও অফিসিয়াল কোনো নথিপত্র পাইনি। একটি মাদক মামলায় তিনি চলতি মাসের প্রথম সপ্তাহে কারাগারে আসেন। সে সময় তিনি অসুস্থ ছিলেন। সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাবেল শেখ বালিয়াকান্দি উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল শেখের ছেলে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাবেল শেখ ওরফে রাসেলকে গ্রেফতার করেন। সে সময় তার দেহ তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। তার পায়ুপথ থেকে ১০ গ্রাম হেরোইন বের করে পুলিশ জব্দ করে। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ৭ অক্টোবর দুপুরে তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়। তার বিরুদ্ধে দুটি মাদক ও একটি চুরির মামলা বিচারাধীন।
রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস