বিনোদন

আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কারে আবেদনে সময় বেড়েছে

বরেণ্য চিত্রশিল্পী আমিনুল ইসলাম তরুণ ও সম্ভাবনাময় শিল্প-শিক্ষার্থীদের চিত্রশিল্পের বৃহত্তর পথ নির্মাণ ও সৃষ্টির অনুষঙ্গকে উৎসাহিত করতেন। অগণিত শিল্প-শিক্ষার্থীকে তিনি আধুনিকতা ও শিল্প-ভুবনের বৃহত্তর বোধ থেকে পরিগ্রহণে উদ্দীপিত করেছিলেন। নবীন প্রজন্মের শিল্পীদের নব নিরীক্ষার মধ্য দিয়েই দেশের চিত্রশিল্পের ধারা সঞ্জীবিত হয়ে উঠবে - এ তার বিশ্বাস ছিল। সেজন্য তিনি হয়ে উঠেছিলেন একদিকে তরুণ চিত্রশিল্পীদের কাছে শিল্পশিক্ষক, অন্যদিকে শুভার্থী ও বন্ধু।শিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তার পরিবারের পক্ষ থেকে ২০১৩ সালে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রবর্তন করা হয়। এক বছর পরপর দ্বিবার্ষিক ভিত্তিতে চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য দুই জন করে তরুণ শিল্পীকে সমমানের ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হয়। এই পুরস্কারের প্রতিটির মূল্যমান এক লাখ টাকা।প্রতিযোগিতা আহ্বান, প্রদর্শনী আয়োজনসহ পুরস্কার প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে আছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই প্রতিযোগীতায় আবেদন করার সময় বাড়ানো হয়েছে। আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২২ থেকে ৪০ বছর বয়সের যে কোনো বাংলাদেশি এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এলএ/আরআইপি