দেশজুড়ে

সাতক্ষীরায় নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় একটি মাছের ঘের থেকে সরলা দাশ (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শহরের অদূরে বিনেরপোতা এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সরলা দাশ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ফনি ভুষণের স্ত্রী। স্থানীয়রা জানান, সরলা দাশ বিনেরপতো এলাকায় তার মেয়ে-জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে ইঞ্জিনভ্যানে তুলে দেন তার জামাই। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে তার মরদেহ বিনেরপোতা এলাকায় মহাসড়কের পাশের একটি মাছের ঘেরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। এফএ/এমএস