খেলাধুলা

সাঙ্গাকারার সেঞ্চুরি দিয়ে শ্রীলঙ্কার সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। শনিবার ৭ ম্যাচের এই সিরিজের ৬ষ্ঠ ম্যাচে ইংলিশদের ৯০ রানের বড় ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা। ফলে সিরিজে তাদের লিড দাঁড়িয়েছে ৪-২ ব্যবধানে। সপ্তম ওয়ানডেতে ইংল্যান্ড যদি জয় পায় তাহলেও সিরিজের ট্রফি শোভা পাবে শ্রীলঙ্কানদের হাতেই।শনিবার পাল্লেকালে স্টেডিয়ামে ওয়ানডে ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরির দেখা পেয়েছেন কুমার সাঙ্গাকারা। ১১২ বলে ২ ছক্কা আর ১২ বাউন্ডারিতে ১১২ রানের ইনিংস খেলেছেন সাবেক এই লঙ্কান অধিনায়ক। সাঙ্গাকারার ইনিংসটির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। অবশ্য দলকে বড় সংগ্রহ দিতে তিলকরত্নে দিলশানও খেলেছেন ৬৮ রানের ইনিংস।সিরিজ বাঁচানোর ম্যাচে স্বাগতিকদের জবাব দিতে নেমে দলীয় ৮৪ রানেই ধসে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং শক্তির মূল ভিত্তি; একে একে সাজঘরে ফিরে গেছেন ইংলিশদের ৫ ব্যাটসম্যান। এরপর আরও ১১৮ রান যোগ করতেই বাকি ৫ উইকেট হারিয়ে ৪১.৩ ওভারে ২০২ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান জো রুট। এ ছাড়া পেসার ক্রিস ওকস খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে পেসার সুরাঙ্গা লাকমল ৩০ রানে ৪টি এবং স্পিনার সচিত্র সেনানায়েকে ৩৩ রানে ৩টি উইকেট নিয়েছেন।সংক্ষিপ্ত স্কোরটস : শ্রীলঙ্কা; আগে ব্যাটিং করার সিদ্ধান্তশ্রীলঙ্কা : ২৯২/৭; ৫০ ওভার (সাঙ্গাকারা ১১২, দিলশান ৬৮; ওকস ২/৫১, ফিন ২/৫৩)ইংল্যান্ড : ২০২/১০; ৪১.৩ ওভার (রুট ৫৫, ওকস ৪১; লাকমল ৪/৩০, সেনানায়েকে ৩/৩৩)ফল : শ্রীলঙ্কা ৯০ রানে জয়ীসিরিজ : ৭ ম্যাচের সিরিজে ৪-২ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কাম্যাচ সেরা : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)