আন্তর্জাতিক

ব্রাসেলস হামলায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ব্রাসেলস হামলার ঘটনায় তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলজিয়ামের প্রসিকিউটররা অভিযোগটি গঠন করেছেন। ওই হামলায় ৩৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ। খবর বিবিসির। নিহতদের মধ্যে একাংশ বিমানবন্দরেই প্রাণ হারান। আর বাকিরা মেট্রো স্টেশনে হামলায় নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া হামলার সঙ্গে জড়িতদের আটক করতে পুরো শহরে অভিযান চালাচ্ছে নিরাপত্তাকর্মীরা। আগামী মঙ্গলবার পর্যন্ত বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত থাকবে বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। ব্রাসেলস হামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল সিকে গত মঙ্গলবার হামলার পরপরই আটক করা হয়। ফয়সাল ছাড়া আবুবকর এ  এবং রাবাহ এন নামে আরো দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। রাবাহ এনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে। টিটিএন/এমএস