অনিবার্য কারণবশত পরিচালনা পর্ষদের বোর্ড সভা স্থগিত করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে, জাহিন স্পিনিংয়ের বোর্ড সভা ২৭ মার্চ (রোববার) বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বোর্ড সভার তারিখ ও সময় পরে জানানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডরাদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। এসআই/এএইচ/আরআইপি