বিশ্বকাপের নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপে এরই মধ্যে তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ড্যারেন স্যামির দল। অন্যদিকে তিন ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো খেলে বিশ্বকাপ শেষ করাটাই এখন লক্ষ্য আফগানদের। গ্রুপ পর্বে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখিয়ে সুপার টেনে আসা আফগানদের লড়াকু মানসিকতার প্রশংসা করেছে কিংবদন্তিরা। আফগানদের বিপক্ষে ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে গেইলকে। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে অভিষেক হচ্ছে এভিন লুইসের। ওয়েস্ট ইন্ডিজ একাদশঃ চার্লস, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, আন্দ্রে ফ্লেচার, ডুয়েন ব্রাভো, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, কার্লস ব্রাথওয়েট, সামির বাদ্রি, সুলেমান বেন। আফগানিস্তান একাদশঃ মোহাম্মদ শেহজাদ, উসমান গনী, আজগর স্টানিকজাই, মোহাম্মদ নবী, গুলবাদাইন নাইব, সামিউল্লাহ শেনওয়ারী, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, আমির হামজা, রশিদ খান, হামিদ হাসান।আরআর/এমআর/আরআইপি