মিডিয়া থেকে হারিয়ে যাওয়া শাবস্তী দত্ত তিন্নিকে নিয়ে আলোচনার শেষ নেই। তার ভক্তরাও সুযোগ পেলেই তাকে নিয়ে মেতে উঠেন ফেসবুক-টুইটারে। নতুন খবর হলো আবারো অভিনয়ে নিয়মিত হতে যাচ্ছেন তিনি। সম্প্রতি একটি থ্রিলার গল্পের নাটকে কাজ শুরু করছেন তিন্নি। বাংলাদেশ পুলিশের সহযোগিতায় শামীম শিকদার’র রচনা ও সন্জয় সমদ্দারের চিত্রনাট্য এবং পরিচালনায় এ নাটকের নাম ‘চেকপোস্ট’। এর গল্পে দেখা যাবে, একজন এস আই, হাতির ঝিল বেগুনবাড়ি চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা। রাত গভীর হয় তার ব্যস্ততাও বাড়ে। এসময় একজন পাগল এসে চেকপোস্টে আশ্রয় নেয়। তার কথাবার্তা, আচরণ সন্দেহজনক। একজন মাতাল আসে। পুলিশ তার কাছ থেকে বোতল নিয়ে ফেলে দেয়। এরপর একটি সুন্দরী মেয়ে আসে। চেহারা বিধ্বস্ত কিন্তু ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট। এই তিন ধরনের তিনজন মানুষ চেকপোস্টে ঘাটি গাড়ে। চলতে থাকে নিয়মিত চেকিং। এস আই তিন জনকেই সন্দেহে রাখে। এভাবে রাত চারটা বাজে। হটাৎ একটি ট্রাক প্রচণ্ড গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসে। কনস্টেবল ইশারা করে থামতে বলে। কিন্তু ট্রাকটি বেপরোয়া গতিতে কনস্টেবলকে চাপা দিয়ে এগিয়ে যায়। শুরু হয় গোলাগুলি। এক ট্রাক অস্ত্রসহ ট্রাকটি ও ড্রাইভারকে আটক করা হয়। মারা যায় কনস্টেবল। কারা ছিলো ওরা তিনজন? জানতে হলে নাটকটি দেখতে হবে। এ নাটকে তিন্নির সঙ্গে অভিনয় করবেন শতাব্দি ওয়াদুদ, মীরাক্কেল তারকা জামিল ও শামীম প্রমূখ। পরিচালক জানালেন, শ্বাসরুদ্ধকর একরাতের গল্পের নাটকটির শুটিং আগামীকাল ২৮ মার্চ ও তারপর দিন পর্যন্ত চলবে হাতিরঝিলে।এলএ/পিআর