বলিউডের ভাইজান হিসেবে খ্যাত সালমান খান। বিগত বেশ কয়েক বছর ধরেই সালমান খান বলিউডি পরিচালক ও প্রযোজকের কাছে এক আস্থার নাম। বক্স অফিসে ঝড় তুলে লাভের কড়ি ভালরকমই তিনি ঘরে তুলে দিচ্ছেন একের পর এক। তাই এই ‘দাবাং’ তারকার ওপর যে-কোনও বাজি ধরতেই রাজি নির্মাতা ও প্রযোজকেরা।কিন্তু বলিউডের এই সুপারস্টারের দাবি ভারতে নাকি পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল নেই। সালমান বলেন, ‘দেশে এখনো প্রায় ১০ হাজারের মতো সিনেমা হল নির্মাণ করা প্রয়োজন। এবং বড় শহরগুলোর চেয়ে ছোট শহরগুলোতেই হলের প্রয়োজনীয়তা বেশি রয়েছে।’ হল নিয়ে চিন্তা হওয়াটাই স্বাভাবিক এই বলিউড বিগ ম্যানের। কারণ সামনেই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন ছবি ‘সুলতান’। আরএএইচ/এলএ/পিআর