পাবনার ঈশ্বরদীতে ইলিশ ধরার সময় এক হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচটি চায়না দুয়ারী জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খান। অভিযানে সহযোগিতা করেন লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলে আটক
লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমদাদুল হক বলেন, ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার পাকশী পদ্মা নদীতে চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকার করছিল জেলেরা। ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার ২৫০ মিটার অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করেন
ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এবং প্রাকৃতিক পরিবেশে মাছের প্রজনন বাড়াতে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয় । এ সময় অবৈধ জালগুলো জব্দ করে আগুনে পোড়ানো হয়েছে।
শেখ মহসীন/জেএস/এমএস