ফরিদপুরের সদরপুরের প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া (৭০) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান। এর আগে বেশ কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিজ বাড়ি উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অবস্থান করে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
বুধবার (১৮ অক্টোবর) সকালে মজিদ মিয়ার বড় ছেলে মো. মিজানুর রহমান তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বরিশালে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
মজিদ মিয়া ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, সদরপুর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সদরপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদরপুর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। বাদ আসর নামাজে জানাজা শেষে নিজ গ্রাম রামচন্দ্রপুরে সমাহিত করা হবে তাকে।
এন কে বি নয়ন/জেএস/এমএস