নীলফামারীর ডোমার উপজেলায় ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসময় অপহৃত ভুট্টা ব্যবসায়ী রব্বানীকে (৪০) উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, ডোমারের বাগডোকড়া গ্রামের আমিুনুল ইসলাম ছেলে সাবু (৩২), আলী হোসেন ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫), মৃত দেলোয়ার হোসেনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও নুরুল ইসলাম রুবেল (২৮), নাছির উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২৮)) ও দিনাজপুরের আলাউদ্দিন মিয়ার ছেলে রুস্তম আলী (৫০)। দিনাজপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন মিয়া জানান, অপহরণকারীরা গত শুক্রবার সকালে কাহারোল উপজেলার ঈশ্বর গ্রামের সাজ্জাদ আলীর ছেলে ভুট্টা ব্যবসায়ী রব্বানীকে শহরের রামসাগর এলাকা থেকে অপহরণ করে। এরপর অপহরণকারীরা রব্বানীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসাবে সাত লাখ টাকা দাবি করে। রব্বানীর পরিবারের লোকজন এ ঘটনায় দিনাজপুর থানায় রোববার একটি মামলা দায়ের করে (মামলা নং-৪৭)। তাৎক্ষণিকভাবে মামলাটি সিআইডিকে হস্তান্তর করা হয়। অপহরণকারীদের ঠিকানা অনুযায়ী মুক্তিপণের টাকা প্রদানের সময় নীলফামারীর ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ছয় অপহরণকারীকে গ্রেফতার ও অপহরণের শিকার রব্বানীকে উদ্ধার করা হয়।জাহেদুল ইসলাম/এআরএ/আরআইপি