কিছুদিনের মধ্যে সরকার ইলেকট্রনিক ভিসা ও ইমার্জেন্সি ট্রাভেল পাস চালু করবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ার।
তিনি আরও বলেন, খুব শিগগির ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। এর সদস্য হলে বিদেশি নাগরিকরাও ই-গেটের সুফল পাবেন।
শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে শহরের নবীনগর এলাকায় ওই ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক।
এসময় হুইপ আতিউর রহমান বলেন, মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেও দেশ ও জনগণ নিরাপদে রয়েছে। কাজেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠা করে এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত সমৃদ্ধ দেশ গড়ার কাজ করছেন। এটি কেবল তার মাধ্যমেই সম্ভব।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নূরুল আনোয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ছারোয়ার হোসেন, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
তিন কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলাবিশিষ্ট ভবনটির মূল আয়তন ৮ হাজার ৮২৬ বর্গফুট। জেলার প্রায় ১৭ লাখ মানুষ এ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সুবিধা পাবেন।
ইমরান হাসান রাব্বী/এসআর/জিকেএস