বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ধারালো অস্ত্র রামদা নিয়ে ইউপি মেম্বারকে চেয়ারম্যান ধাওয়া করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকালে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের স্টিমারঘাট বাজারে এ ঘটনা ঘটে। এনিয়ে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন ইউপি মেম্বার ও চেয়ারম্যান।
দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা রাঢ়ী ও ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার বাচু দেওয়ানের সঙ্গে এমনই ঘটনা ঘটেছে।
ইউপি মেম্বার বাচু দেওয়ান বলেন, চেয়ারম্যানের নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ১৫ দিন আগে বরিশাল জেলা প্রশাসক ও মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ১০ মেম্বার অনাস্থা দিয়েছেন। শনিবার (২১ অক্টোবর) তারা চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবেন। এজন্য চেয়ারম্যান মোস্তফা তার ওপর ক্ষুব্ধ ।
আরও পড়ুন>> হিন্দুদের পূজামণ্ডপ-বাড়িঘর পাহারার নির্দেশ কাদেরের
বাচ্চুর অভিযোগ, ভোর ৭টার দিকে স্টিমারঘাট বাজারের একটি দোকানে তিনি চা পান করছিলেন। এসময় চেয়ারম্যান এসে অকথ্য ভাষায় গালি দেন। একপর্যায়ে রামদা নিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেন। তখন স্থানীয়রা এসে চেয়ারম্যানের হাত থেকে তাকে রক্ষা করেন।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোস্তফা পাল্টা অভিযোগ করে বলেন, তিনি সকালে বাজারে গেলে ইউপি মেম্বার বাচ্চু ও তার ছেলে আকবরসহ ১০-১২ জন হামলা করেন। তারা মারধর করে তার হাত ভেঙে দিয়েছেন। এছাড়া তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন। নিজেকে বাঁচাতে তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে আসা রামদা তিনি ছিনিয়ে নেন। তখন ভিডিও করে ভাইরাল করা হয়েছে বলে দাবি ইউপি চেয়ারম্যানের।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শাওন খান/এসআর/ইএ