আইন-আদালত

মঙ্গলবার রিভিউ আবেদন করবেন নিজামী

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করবেন আগামীকাল মঙ্গলবার। সোমবার নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বিষয়টি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।গত ১৬ মার্চ নিজামীর আইনজীবীরা কারাগারে তার সঙ্গে দেখা করেন। ওই দিন আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পূর্ণবিবেচনার) আবেদন করার পরামর্শ দিয়েছেন। এর আগে ওই দিন সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাল কাপড়ে মোড়ানো নিজামীর মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায়ের কপি কাশেমপুরে পৌঁছায়। পরে সকাল ১০টায় পরোয়ানা ও রায় পড়ে শোনান কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসিরউদ্দিন।অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে মতিউর রহমান নিজামী রিভিউ (পূর্ণ বিবেচনার) আবেদন না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো বাধাঁ থাকবে না।রিভিউ আবেদন না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন নিজামী। তবে দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।এফএইচ/আরএস/এমএস