আন্তর্জাতিক

১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আরব আমিরাত

১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জঙ্গি গোষ্ঠী আল কায়েদা ও ইসলামিক স্টেটের জন্য তহবিল সংগ্রহের অভিযোগে অভিযুক্ত ১১ জনের বিরুদ্ধে রোববার ওই রায় ঘোষনা করে দেশটির একটি স্থানীয় আদালত। খবর আলজাজিরার।গত অক্টোবরে জঙ্গি কর্মকাণ্ডে জড়িত সন্দেহে  ৪১ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে আদালতে উপস্থিত ৯ জনকে যাবজ্জীবন দেয়া হয়। এছাড়া আদালতে অনুপস্থিত আরো দুই অপরাধীর বিরুদ্ধেও একই রায় দেয়া হয়েছে। অপরদিকে অস্ত্র রাখার দায়ে ছয় মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে চারজনকে। এছাড়া পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে আরো ২৩ জনকে। বাকি পাঁচজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। তবে সাজাপ্রাপ্তরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। টিটিএন/এমএস