বিনোদন

লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসবে সুতপার ঠিকানা

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসব’। সেখানকার প্রবাসী বাঙালিদের আয়োজনে এই উৎসবের এটি প্রথম বছর।আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব। সে উৎসবে কোলকাতা ও বাংলাদেশের ৩টি চলচ্চিত্রের পাশাপাশি আমন্ত্রিত হয়েছে বাংলদেশের চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। উৎসবের শেষ দিন ১৬ এপ্রিল বিকেল ৪টায় প্রদর্শিত হবে সুতপার ঠিকানা।সরকারি অনুদান সহায়তায় নির্মিত চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’। যার ইংরেজি নাম ‘হার ওন অ্যাড্রেস’। ছবিটি পরিচালনা করেছেন প্রসূন রহমান। সুতপার ঠিকানা ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অপর্ণা সেন। উপমহাদেশে নারী জীবনের ইতিবৃত্ত নিয়ে নির্মিত ছবিটি। এ ছবিতে অপর্ণা ছাড়াও অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, শাহাদাৎ হোসেন, মাহমুদুল ইসলাম, কুমার নিবিড় প্রমুখ। ছবিটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। এ উৎসবে অংশ নেয়া প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, ‘লন্ডন প্রবাসী বাংলাদেশী চল্চ্চিত্র নির্মাতা মনসুর আলী উৎসব আয়োজকদের কর্নধার। বাংলা ভাষার চলচ্চিত্রকে আর্ন্তজাতিক দর্শকের সামনে নিয়ে যাওয়ার জন্যে তার এ উদ্যোগ। সেখানে ২ বাংলার চলচ্চিত্রকেই সমানভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসবে ‘সুতপার ঠিকানা’কে নির্বাচন করার জন্যে আমি অনন্দিত। আশা করছি আর্ন্তজাতিক পরিমন্ডলে এ উৎসবটি ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের জন্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হযে উঠবে।’ লন্ডন বাংলা চলচ্চিত্র উৎসবে কোলকাতার ৩টি চলচ্চিত্র সহ আরো প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র ‘বৃহন্নলা’ ও ‘উধাও’।এলএ/আরআইপি