আন্তর্জাতিক

গুজম্যানের অর্থ পাচারকারী আটক

মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকুইন এল চাপো গুজম্যানের এক শীর্ষস্থানীয় অর্থ পাচারকারীকে আটক করা হয়েছে। জুয়ান আলভারেজ ইনজুনজা নামের ওই ব্যক্তি কিং মাইডাস নামেও পরিচিত। তাকে দক্ষিণাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্য থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসির। পুলিশের ধারণা ওই ব্যক্তি বিভিন্ন কারেন্সি এক্সচেঞ্জ সেন্টার এবং বিভিন্ন কোম্পানীর মাধ্যমে বছরে তিন থেকে চারশ মিলিয়ন ডলার পাচার করেন। জেল ভেঙ্গে পালানোর পর  গুজম্যানকে জানুয়ারিতে ফের আটক করা হয়। শিগগিরই তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। টিটিএন/আরআইপি