দেশজুড়ে

বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

রাজবাড়ীর দৌলতদিয়ায় কেকেএস সেফহোমের সামনের সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারাবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার রিয়াজ উদ্দিন মাতবর কান্দি এলাকার তোতা মিয়া ওরফে তোতা বেপারীর ছেলে সুরুজ বেপারী (৪০) ও ফরিদপুর সদরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার আবুল কালাম বেপারীর ছেলে ইউসুফ বেপারী (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার কেকেএস সেফহোমের সামনের সড়কে চেকপোস্ট বসানো হয়। এসময় গোয়ালন্দ টু ফরিদপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। তারা ঢাকা থেকে কম দামে ইয়াবা কিনে বিক্রির উদ্দেশ্যে ফরিদপুরে যাচ্ছিলেন বলে স্বীকার করেন।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস