দেশজুড়ে

আমরা লড়াই করবো ও জিতবো: শামীম ওসমান

আমি মুক্তিযুদ্ধের সন্তান, পরিষ্কারভাবে বলছি আমরা লড়াই করবো- এ লড়াইয়ে আমরা জিতবো। কারণ অন্যায় কোনো সময়ই ন্যায়ের সঙ্গে পারে না। সত্যের সঙ্গে কখনও অসত্য পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জেলার বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, আজকে তারা আবারও জেগে উঠেছে। আমি বলবো না তারা সবাই খারাপ। কিন্তু যারা রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারে তাদের গণতান্ত্রিক রাজনীতি বলতে পারি না। আমি বলি না আমি পারফেক্ট। আমি তো মানুষ। ফেরেশতা ভালো কাজ করলে ভুল করে না, শয়তান শয়তানি করতে ভুল করে না। এই সমাজে ফেরেশতার মতো ভালো মানুষও আছে। শয়তানের মতো শয়তানও আছেন। বঙ্গবন্ধু জাতির জনক হয়েছিলেন। আর খন্দকার মোশতাক মীরজাফরের মতো হয়েছিলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবকিছু হারিয়ে আপনাদের জন্য একটা উন্নত বাংলাদেশ গড়ার চেষ্টা করছে। এই কোভিড আর যুদ্ধ যদি না হতো তাহলে বাংলাদেশের জিডিপি ভারতের থেকেও বেড়ে যেতো। এই যুদ্ধ সবকিছু বিপর্যস্ত করে ফেলেছে। আজকে অনেকেই মানবাধিকারের কথা বলে। যখন প্যালেস্টাইনের পক্ষে দ্বর্থহীনভাবে কথা বলেন মুসলমানের পাশে মাথা উচুঁ করে দাঁড়ান তখন অনেকেরই টেলিফোন আলাপ ফাঁস হয়। বলা হয়েছে, এ ব্যাপারে কথা বলার দরকার নেই।

শামীম ওসমান বলেন, ৩৩টি দেশে নির্বাচন হয়, কথা নাই। বাংলাদেশের নির্বাচনে এসে মানবাধিকারের কথা বলা হয়। আমরা কি পরাধীন রাষ্ট্র? আমরা ৩০ লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আমাদের স্বাধীনতা অর্জনে ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। কেউ আমার দয়ার দাম দেয় নাই। নেপালে নির্বাচন হচ্ছে কেউ কি বলতে পারবেন এভাবে না ওভাবে হবে? তাহলে বাংলাদেশে কেন? তাদের বলানো হয়। যাদের রক্তে গোলামীর রক্ত প্রবাহিত হয় তারা বলায়।

তিনি বলেন, সামনের মাসে প্রচণ্ড ঝড়-ঝাপটা আসবে। কিন্তু জিতবো আমরাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আওয়ামী লীগের সম্পদ না। তিনি আপনার আমার বাচ্চার ভবিষ্যত প্রজন্মের সম্পদ।

বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জাতীয় পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি সানাউল্লাহ সানু, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/জেএইচ