বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, আগামী ২৮ তারিখে মহাসমাবেশ প্রমাণিত হবে বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। মহাসমাবেশ আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সফল করব। আমরা সরকারের ওপর অনাস্থা এনেছি। সেই অনাস্থা ২৮ তারিখে আমরা পুনরায় নিশ্চিত করব। এটা প্রমাণিত হবে, বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। ইতোমধ্যেই তাদের (সরকার) নৈতিক পরাজয় হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় তরুণ দল আয়োজিত ‘বিএনপির একদফা দাবি আদায়ে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঈন বলেন, সরকারকে বলবো, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। মনে রাখতে হবে, সরকারের হাতে সব ধরনের অস্ত্র রয়েছে। কিন্তু বিরোধীদলের কাছে একটি অস্ত্রই রয়েছে, সেটি জনগণ। সেই জনগণের অস্ত্র দিয়েই আমরা এই স্বৈরাচারী সরকারের অন্যায়কে প্রতিহত করবো। বাংলাদেশের মানুষ খুব অদ্ভুত। তাদের যদি একহাতে খাবার আর অন্য হাতে ভোটের অধিকার দেওয়া হয় আর যদি বলা হয় একটি বেছে নিতে তখন কিন্তু তারা ভোটের অধিকারকে বেছে নেবে।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ যে কর্মসূচি দিয়েছি তাতে কিন্তু সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আমরা চাই, মানুষের ভোটের অধিকার এ দেশের মানুষকে ফিরিয়ে দেওয়া হোক। সরকার যত শিগগির গণতন্ত্রের মূলনীতি উপলব্ধি করতে পারবে তত দ্রুত সরকারের মঙ্গল হবে।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই এ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। আমরা যে জন্য সংগ্রাম করছি তার নাম গণতন্ত্র। গণতন্ত্রে কোনও অশান্তি, কোনও সংঘাতের স্থান নেই।
২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সরকার পতনের যে কোনো কর্মসূচি জীবন দিয়েও হলে বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন তরুণ দল।
এতে সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন তরুণ দলের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। আয়োজক দলের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব মো. হারুন অর রশিদ, নির্বাহী কমিটির প্রান্তিক বিষয়ক সম্পাদক অর্পণা রায়, বিএনপি নেতা সারোয়ার মৃধা, যুবদলের সহ সাংগঠনিক সুমন দেওয়ান প্রমুখ।
কেএইচ/জেএইচ