খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাচারকালে ৩৬০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে মাটিরাঙ্গা বাজারের পুলিশ বক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- মাটিরাঙ্গার তবলছড়ির করিম মাস্টারপাড়ার মৃত আব্দুল বারিকের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও মানিকছড়ির বাটনাতলির বাঞ্চারাম পাড়ার আব্দুর রহিমের ছেলে সেকান্দার আলী ওরফে সোহেল ড্রাইভার (৩৫)। দ্বিতীয়জন সরকারি চাল পাচারকাজে ব্যবহৃত ট্রাকের চালক।
জানা গেছে, ট্রাক ভর্তি সরকারি চাল চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে শুক্রবার ভোরে মাটিরাঙ্গা বাজারের পুলিশ বক্সের সামনে অভিযান চালানো হয়। এ সময় ট্রাক তল্লাশি চালিয়ে ৩৬০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৬ লাখ ৮৪ হাজার টাকা।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জাগো নিউজকে বলেন, এ ঘটনায় শুক্রবার বিকেলে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা শৈলেন্দ্র লাল চাকমা বাদী হয়ে মামলা করেছেন। এরপর গ্রেফতারদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জেআইএম