শরীয়তপুরে মা ইলিশ পরিবহনের দায়ে পান্না সরদার (৩৫) নামে এক প্রাইভেটকারচালককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দ হওয়া ৪০ কেজি ইলিশ মাছ তিনটি মাদরাসায় বিতরণ করা হয়।
শনিবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার মনোহর বাজার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র।
দণ্ডপ্রাপ্ত পান্না সরদার মাদারীপুর সদর উপজেলার বাসিন্দা। তিনি শরীয়তপুরের ডামুড্যা থেকে মাছ নিয়ে মাদারীপুরে যাচ্ছিলেন।
আরও পড়ুন: চাঁদপুরে ৩৩ নৌকাসহ ১০৪ জেলে আটক
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার ভোর থেকে মনোহর মোড় এলাকার চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করেছিলেন পুলিশ। এসময় ডামুড্যা থেকে ছেড়ে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তল্লাশি করা হলে অন্তত ৪০ কেজি মাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে গাড়িচালক পান্না সরদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এসময় জব্দ হওয়া ৪০ কেজি মাছ আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, আঙ্গারিয়া ওসমানিয়া হাফিজিয়া মাদরাসা ও মার্কাসজুল মাদরাসায় বিতরণ করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, ইলিশ মাছ পরিবহনের দায়ে পান্না সরদার নামের এক গাড়িচালককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা মাছগুলো তিনটি মাদরাসায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
বিধান মজুমদার অনি/জেএস/জেআইএম