চাঁদপুরে ৩৩ নৌকাসহ ১০৪ জেলে আটক
নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদী থেকে ৩৩টি নৌকাসহ ১০৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
গত ২৪ ঘণ্টায় মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তিন কোটি ৮৭ লাখ ৫৯ হাজার ৭০০ মিটার জাল, ৩৩টি জেলে নৌকাসহ ৫৭৪ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এতে ১০৪ জন আটকের মধ্যে ৪২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, বরিশালে ৪৩ জেলের কারাদণ্ড
নৌ পুলিশ সুপার মিডিয়া কার্যালয়ের উপ-পরিদর্শক মো. ইউসুফ বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে ১৫টি মামলা ও পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট জেলেকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে ১৬ জেলে নাবালক (প্রাপ্তবয়স্ক) হওয়ায় মুচলেকা রেখে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শরীফুল ইসলাম/জেএস/এএসএম