দেশজুড়ে

বান্দরবানে ৯ শিবিরকর্মী আটক

বান্দরবানে ছাত্রশিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে শহরের আর্মিপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কক্সবাজারের চকরিয়া এলাকার জাবের আহম্মদের ছেলে আব্দুল্লাহ আল নায়েম (১৭), বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারী এলাকার নুরুল হাকিমের ছেলে কলিম উল্লাহ (২২), কক্সবাজার রামু ঈদগড় এলাকার মো. হোসেনের ছেলে হাসান সোহেল (২৩), বান্দরবানের আলিকদম নয়াপাড়া এলাকার আনসার আহমেদের ছেলে আমজাত মাহাবুব রিফাত (১৬), চট্টগ্রাম লোহাগাড়া আধুনগর এলাকার মো. নাছিরের ছেলে মো. ফরহাদ (১৮), কক্সবাজার রামু গর্জনিয়া এলাকার ইউসুফের ছেলে কলিম মুল্লাহ (২৪), চট্টগ্রামের আমিরাবাদ কলাউজান এলাকার মো. রফিকের ছেলে ইমরান হাসান আসিফ (১৭), চট্টগ্রামের সাতকানিয়া পূর্বমাহালিয়া এলাকার মো. নুরুল ইসলামের ছেলে মুক্তার হোসেন (২১) ও কক্সবাজার মহেশখালী শাপলাপুর মুখবেখি এলাকার আবু তৈয়বের ছেলে জাকার উল্লাহ (২৪)

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আর্মিপাড়া থেকে ৯ শিবিরের সদস্যকে আটক করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জিকেএস