দেশজুড়ে

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবেশে বাসে আগুন

মানিকগঞ্জে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আরিচা থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের বাসটি মানিকগঞ্জে আসছিল। পথিমধ্যে বাসটি তরা এলাকায় আসলে বাসের ভেতরে থাকা মাস্ক পরা যাত্রীবেশী কয়েকজন দুর্বৃত্ত বাসের যাত্রীদের মারধর করে নামিয়ে দেয়। পরে তারা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে অপেক্ষমাণ তিনটি মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, বানিয়াজুরি বাসস্ট্যান্ডে এলাকা থেকে দুর্বৃত্তরা পেট্রোল কিনে যাত্রীবেশে গাড়িতে ওঠে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

এদিকে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বি.এম খোরশেদ/আরএইচ/এএসএম