দেশজুড়ে

হরতাল প্রতিহত করতে রাজপথে আওয়ামী লীগ

বিএনপি-জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালকে প্রতিহত করতে রাজপথে শান্তি সমাবেশ করেছে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১০টা দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি জামাতের সমাবেশে নিহত পুলিশ সদস্য ও বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে আয়োজিত শান্তি সমাবেশে বক্তরা বলেন, বিএনপি জামাত আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে হিংসায় দেশের মধ্য নৈরাজ্য সৃষ্টি করছেন। তারা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। লন্ডনে বসে দেশে অস্থিতিশীল সৃষ্টি করেছেন জামায়াত-বিএনপি। যেখানে বিএনপি প্রতিবাদ গড়ে তুলবেন সেখানেই আমরা ভৈরব আওয়ামী লীগ প্রতিরোধ গড়ে তুলবেন।

আরও পড়ুন: ‘অটোরিকশা নিয়ে বের হইনি, জানের চেয়ে কি পয়সা বড়’

এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সুলাইমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো.ইকবাল হোসেন, মো.আরমান, অরুণ আল আজাদ, পৌর স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক শামীম আহমেদ খোকনসহ সাত ইউনিয়ন ও উপজেলার সব নেতারা উপস্থিত ছিলেন।

রাজীবুল হাসান/জেএস/জিকেএস