জয়পুরহাটে নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) গোলাম সারওয়ার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাতে নাশকতার পরিকল্পনার হচ্ছে এমন সংবাদ পেয়ে জয়পুরহাট সদরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামায়াতের ২৫ নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও বিএনপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
অন্যদিকে জয়পুরহাট ডিআই ওয়ান (ডিএসবি) কাওসার আলী বলেন, নাশকতার নতুন ও পুরাতন মামলায় জেলাজুড়ে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে জয়পুরহাট সদর থানার ২৫ জন, কালাই থানার তিনজন, পাঁচবিবি থানার ছয়জন, ক্ষেতলাল থানার পাঁচজন, আক্কেলপুর থানার সাতজন।
জয়পুরহাটে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকাল থেকেই সড়কে ইজিবাইক, সিএনজি ও মালবাহী ট্রাকসহ ছোট সব ধরনের যানবাহন চলাচল করেছে। তবে বন্ধ রয়েছে যাত্রীবাহী বাস চলাচল। হরতাল সমর্থনে জামায়াত-বিএনপির নেতাকর্মীদেরও মাঠে দেখা যায়নি। অন্যদিকে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ।
জেএস/এএসএম