রাঙ্গামাটিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকালে শহরের ভেদভেদী এলাকায় হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়।
দুপুরে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তবে আটককৃতদের নাম জানা যায়নি।
জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জানান, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটকের খবর পাচ্ছি, তবে রাঙ্গামাটির বাইরে থাকায় সঠিক কয়জনকে আটক করা হয়েছে তা বলতে পারছি না।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, ভোরে ভেদভেদী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ৯ জনকে আটক করি। তাদের আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।
সাইফুল উদ্দীন/এএইচ/জিকেএস