ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় ১২ কেজি ভারতীয় গাঁজা ও ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে দুই উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।বিজিবি জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে জেলার আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় স্থানীয় সীমান্ত ফাঁড়ি বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া ভোরে কসবা উপজেলার চন্ডিদার সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানার স্থানীয় ধজানগর এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।আজিজুল আলম সঞ্চয়/এসএস/এমএস