দেশজুড়ে

ঝিনাইদহে নির্বাচনী অফিস ভাংচুর : আহত ৪

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেকের তিনটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা অফিস ভাঙচুর করে পালিয়ে যায়।মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, মঙ্গলবার ভোরে বাঁশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর, মমিনপুর  ও কোলা গ্রামের তিনটি নির্বাচনী অফিস দুর্বৃত্তরা ভাঙচুর করেছে। এতে ৪ জন আহত হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এফএ/আরআইপি