দেশজুড়ে

পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের অবরোধ বিরোধী মিছিল

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের উপস্থিতিতে লাঠিসোটা নিয়ে মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ বিরোধী মিছিলটি করেন তারা।

এ সময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের নেতৃত্বে মহাসড়কের শিমরাইল মোড় থেকে মৌচাক বাসস্ট্যান্ড পর্যন্ত বিভিন্ন বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেওয়া হয়।

অবরোধ বিরোধী শান্তি মিছিলে নেতাকর্মীরা বলেন, আমরা সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সর্বদা বিএনপির নৈরাজ্য মোকাবিলায় প্রস্তুত আছি। বিএনপি-জামায়াত কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, আমাদের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নির্দেশনায় সকাল থেকেই নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান করছেন। রাজপথে থেকেই দেশ বিরোধীদের নৈরাজ্য মোকাবিলা করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জাগো নিউজকে বলেন, এখনো পর্যন্ত মহাসড়কে কোনো বিশৃঙ্খলার ঘটেনি। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে আমরা সজাগ আছি।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস