বরিশালে জামায়াত-বিএনপির ডাকা অবরোধের প্রভাব নেই। প্রথম দিন স্বাভাবিকভাবেই চলাচল করেছে লঞ্চ ও বাস। বিএনপি কিংবা জামায়াত নেতাকর্মীদের এখন পর্যন্ত মাঠে দেখা যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধকে কেন্দ্র করে জেলায় কোন ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।
নগরী ঘুরে দেখা গেছে, ভোর ৬টা থেকে বরিশাল নৌবন্দর ত্যাগ করছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। নগরীর রুপাতলী ও নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। তবে লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহন এবং পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক আছে।
বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্য দিনের মতো স্বাভাবিক আছ। তবে সড়কে সতর্ক অবস্থায় আছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বিএনপির ডাকা তিন দিনব্যাপী অবরোধের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি চালাচ্ছে।
শাওন খান/এসজে/জিকেএস