বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন ময়মনসিংহ যাত্রী সংকট দেখা দিয়েছে। এজন্য ঢাকাসহ দূরপাল্লা রুটে বাস চলছে কম। তবে ময়মনসিংহ থেকে ঢাকাসহ অন্যান্য রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, টার্মিনাল মোড় অনেকটা ফাঁকা। আন্তঃজেলা রুটের বাস দাঁড়িয়ে থাকলেও যাত্রী কম। তবে অটোরিকশা ও মাহিন্দ্র চলাচল করছে।
নগরীর বাইপাস মোড় ঘুরে যানবাহনের উপস্থিতি কম দেখা যায়। নগরীর মাসকান্দা বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সারি সারি বাস দাঁড়িয়ে থাকলেও তেমন যাত্রী নেই। কয়েকটি বাসে ১০-১২ জনের মতো যাত্রী বসে আছে।
আলিফ পরিবহনের হেলপার কাউসার মিয়া বলেন, ‘বাসটি গতরাত ১০টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন সকাল ১০টা বাজলেও যাত্রীর অভাবে ছাড়তে পারছি না।’
এনা পরিবহনের হেলপার জাহিদ হাসান বলেন, ‘যাত্রী কম। এজন্য বাসও চলছে কম। এমন অবস্থা চললে আমাদের মতো মানুষদের না খেয়ে মরতে হবে।’
কথা হয় বাসযাত্রী আনোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘জরুরি প্রয়োজনে ঢাকা যাওয়ার জন্য সকালে বাস টার্মিনালে এসেছিলাম। তবে যাত্রীর অপেক্ষায় বাস ছাড়ছে না। এমন দুর্ভোগে পড়তে হবে জানলে আগে আসতাম না।’
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার মেহেদী হাসান ইমরান বলেন, ‘প্রতিদিন এনা পরিবহনের ৬৫ বাস চলাচল করে। কিন্তু আজ সকাল ১০টা পর্যন্ত ঢাকাগামী মাত্র দুটি বাস ছেড়ে গেছে। যাত্রীর সংখ্যা খুব কম।’
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, উত্তরবঙ্গগামী বাস ভোরে চলাচল করলেও এখন বন্ধ রয়েছে। ঢাকাগামী বাস কম চলাচল করছে। অভ্যন্তরীণ সড়কগুলোতে বাস চলাচল করার চেষ্টা করা হলেও সেগুলোতে যাত্রী কম।
জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সদস্যরা মাঠে কাজ করছেন। সকাল থেকে দু এক জায়গায় মিছিল বের করার চেষ্টা করা হলেও তা প্রতিহত করা হয়েছে।
মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস