যশোরের শার্শায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফুলছুদ্দিন খাঁ (৫৪) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে ঝিকরগাছা থানা ব্যাংদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের সুলতান খাঁর ছেলে।
র্যাব জানায়, ২০১৮ সালের ২৯ নভেম্বর ভারতীয় ফেনসিডিলসহ শার্শা থেকে গ্রেফতার হন ফুলছুদ্দিন। পরে তার নামে শার্শা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় তিনমাস কারাগারে থাকার পর আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে আদালতে নিয়মিত হাজিরা না দিয়ে পলাতক জীবনযাপন করছিলেন। উক্ত মামলার ঘটনার সঙ্গে ফুলছুদ্দিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় আদালত ২৯ অক্টোবর আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদানসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও পড়ুন: বিপ্লব হত্যা: ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
যশোর র্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর র্যাবের গোয়েন্দা দল আসামিকে আটকের জন্য নজরদারি বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে যশোরের ঝিকরগাছা থানার ব্যাংদা এলাকায় থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় মোট ১২টি মাদক মামলা বিচারাধীন।
মো. জামাল হোসেন/জেএস/জেআইএম